শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনাকালে সেনাকর্মকর্তা নিহত

ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) মৃত্যু বরণ করেছেন।

সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স’ ন্ত্রা’ সীর খোঁজ পেয়ে আর্মির একটি টিম অভিযানে যায়। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে গেলে, এক পর্যায়ে কথা কাটাকাটি হয় এবং তাকে গলায় তিনবার ছুরি দিয়ে আঘাত করা হয়। এরপর তার বাম চোখে প্রচন্ড আঘাত করে, ছুরিটি চোখের ভেতরে দিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা ফেলে। গলার আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয় এবং তাকে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে নেওয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

লে. তানজিম ছিলেন পাবনা ক্যাডেট কলেজের ৩৬তম ব্যাচের ক্যাডেট এবং কলেজ জীবনে তিনি সবসময় দায়িত্বশীল ও অনুগত ছিলেন বলে জানাযায় । তার কর্মক্ষেত্রে সাহসী নেতৃত্বের প্রমাণ রাখেন, দেশের প্রতি তার আন্তরিক ভালোবাসা ছিল গভীর। জনগণের প্রতি তার দায়বদ্ধতা সবসময় লক্ষ্য করা যেত। শহীদ তানজিমের এই আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে বাংলাদেশ সেনাবাহিনী ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনজুরুল আলম ভুঁইয়া বলেন; দুর্ধর্ষ ডাকাতদের ধরতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনাকে একজন সেনাকর্মকর্তা নিহত হয়েছেন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়। ডাকাত দমনে চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযান অভ্যাহত থাকবে

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!