রবিবার, অক্টোবর ১, ২০২৩

চকরিয়ায় সিএনজি চালকের লাশ উদ্ধার

ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার চকরিয়ায় বরইতলী পহরচাঁদা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কের পাশে আরমান নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুলাই) সকাল ৭ টায় স্থানীয় পথচারীরা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে।

মৃতদেহটি চকরিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড়ে উত্তর কাহারিয়া ঘোনা-খোন্দকার পাড়া এলাকার মোঃ জকরিয়ার ছেলে মোহাম্মদ আরমান(২৩) । সে পেশায় একজন সিএনজি চালক বলে জানা যায়।

চকরিয়া থানার অপারেশন অফিসার রাজিব কোমার জানান, প্রাথমিকভাবে লাশ সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার মহেশখালী সার্কেল অতিরিক্ত দায়িত্বে চকরিয়া সার্কেল রাম প্রসাদ ভক্ত মহোদয় ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে।লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পরবর্তীতে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর