সোমবার, অক্টোবর ২, ২০২৩

চকরিয়া ডাম্পার ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৫

সাইদুল ফরহাদ:

কক্সবাজারের চকরিয়ায় বালুবাহি ডাম্পার ট্রাকের ধাক্কায় মোঃ হাসেম (৫৫) নামে একটি সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালক ও বাকি ৫যাত্রী।

বুধবার (২আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলা কাকারা ইউনিয়নের নাককাটা ঝিরি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যাক্তি চকরিয়ার বাসিন্দা। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাবেদ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, দুপুরে চকরিয়ার দিকে আসছিল অটোরিকশাটি। পথে কক্সবাজারমুখি সড়কের নাককাটা ঝিরি এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ডাম্পার ট্রাক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান এক যাত্রী। আহত হন অটোরিকশার চালক ও অপর ৫ যাত্রী। তাদের পরিচয় জানা যায়নি।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে হলে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর