সোমবার, মার্চ ২৪, ২০২৫

চকরিয়া পৌর কর্তৃপক্ষের নিকট সাধারণ শিক্ষার্থীদের ৫ দাবি

ইউসুফ বিন হোছাইন, চকরিয়া প্রতিনিধি:

চকরিয়া পৌর শহরে জন দুর্ভোগ কমাতে সরকারি ইজারা, ময়লা আবর্জনা, যানজট নিরসনসহ নানা অনিয়মের সঠিক সমাধানের বিষয়ে মেয়র আলমগীর চৌধুরীর কাছে ৫ দাবি নিয়ে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়ার ছাত্রনেতারা।

বৃহস্পতিবার ১৫ আগস্ট তাঁরা পৌর মেয়রের কাছে ৫ টি দাবি উপস্থাপন করেন এবং দ্রুত সময়ে তা বাস্তবায়নের দাবি জানান।

১। ইজারা গ্রহণকারী নির্ধারিত পোশাক অর্থাৎ পোশাক পরিধান ব্যতীত কোন ইজারা নেওয়া ব্যক্তিকে ইজারা দেওয়া যাবেনা।
২। নির্ধারিত পয়েন্টে বসে ইজারা গ্রহণ করতে হবে অর্থাৎ বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে ইজারা গ্রহণ করা যাবে না।
৩। প্রতিদিন পৌরসভা কর্তৃক ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা অর্থাৎ রাত ১২ টা থেকে সকাল ৬টার মধ্যে
৪। যত্রতত্র পার্কিং করা যাবে না অর্থাৎ বিনা কারণে অবৈধভাবে কোন পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ।
৫। চকরিয়া পৌর শহরে যানজট নিরসনের ক্ষেত্রে যাবতীয় পণ্যবাহী গাড়ি তাদের মালামাল রাত ১২টা থেকে সকাল ৮:০০ টার মধ্যে সম্পন্ন করতে হবে।

এ-সময় শিক্ষার্থীরা জানান, যারা উল্লিখিত নিয়ম বহির্ভূত কাজ করবে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত সহযোগিতা নেওয়া হবে।

পৌর প্রশাসনের নামে যারা বিগত দিনে চাঁদাবাজি করেছেন তাদের কঠোর হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চকরিয়ার ছাত্রনেতারা।

চকরিয়া পৌরসভার জনপ্রতিনিধি হিসেবে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন ,শহরের শৃঙ্খলা রক্ষা ও ৫ টি দাবি নিয়ে মেয়রের সাথে আলোচনায় বসেছেন তাঁরা। এতে অন্য কোনো স্বার্থ বা উদ্দেশ্য নিয়ে এই সাক্ষাৎকার হয়নি বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চকরিয়ার অন্যতম সমন্বায়ক জিহান।

এবিষয়ে চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী বলেন,শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পৌর শহরের যাবতীয় অনিয়মের বিষয়ে অভিযান চলমান রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা বার বার নিষেধাজ্ঞা দেওয়ার পরও সতর্ক হচ্ছেনা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!