সিসিএন অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের পতেঙ্গায় এলাকায় একটি ট্রলি ব্যাগ থেকে একটি মরদেহের আট খণ্ড উদ্ধার করেছে পুলিশ। তবে মাথা ও শরীরের অংশ না পাওয়ায় নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর উপ-কমিশনার শাকিলা সোলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে পতেঙ্গা বোট ক্লাবের অদূরে ১২ নম্বর গেটের কাছ থেকে প্রথমে ব্যাগটি উদ্ধার করা হয়। পরে ব্যাগ থেকে মিলে ৮ খণ্ডের মরদেহ।
শাকিলা সোলতানা জানান, কর্ণফুলী নদী ও সাগরের মোহনার কাছাকাছি এলাকায় একটি খালের মুখে ট্রলিব্যাগটি এক নারী দেখতে পান। পরে ব্যাগটি উদ্ধার করা হয়। কফি রঙের ওই ট্রলিব্যাগে মরদেহের আটটি খণ্ড পাওয়া যায়। এর মধ্যে আছে দুই হাত, দুই পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। খণ্ডিত প্রতিটি অংশ ছিল টেপে মোড়ানো। মাথা ও শরীরের অংশ পাওয়া যায়নি।
মাথা ও শরীরের অংশ পাওয়া না যাওয়ায় এখনও মরদেহের পরিচয় মেলেনি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া গেলে সেখান থেকে পরিচয় শনাক্ত করা যাবে।
আমাদের ধারণা, খুন করে পরিচয় ও আলামত নষ্ট করতেই শরীর টুকরো করা হয়েছে। হত্যাকারী যথেষ্ট কৌশলী বলেও জানান শাকিলা সোলতানা।