রনি পারভেজ (চট্টগ্রাম):
চট্টগ্রাম মহানগরীতে ১২ কেজি গাঁজা-সহ ৩ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, আনিকা আক্তার, রশিদা আক্তার এবং বুলবুল বেগম।
১০ অক্টোবর গাঁজা কিনে কক্সবাজারে যাওয়ার সময় চট্টগ্রামের পাহাড়তলীর অলংকার মোড় থেকে তাদের আটক করে।
১২ অক্টোবর বিকালে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান সিসিএনকে বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানান, কুমিল্লা সিমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজারে যাচ্ছিল কিছু মাদক ব্যবসায়ী, এ তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনার (ডিবি) মো: মোস্তফা কামাল এর তত্ত্বাবধান ও পুলিশ পরিদর্শক রিপন কুমার দাস এর নেতৃত্বে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা সহ ৩ জনকে আটক করে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করে।
গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।