সোমবার, অক্টোবর ২, ২০২৩

চারদিন পর গহীন পাহাড় থেকে অপহৃত তিন বন পাহারাদার উদ্ধার

সাইদুল ফরহাদঃ

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশ থেকে বনবিভাগের অপহৃত ৩জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪সেপ্টেম্বর ) দুপুর ২টার দিকে টেকনাফ বাহারছড়া পাহাড়ের পাদদেশ থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার তিনজন হলেন-হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আবদুল মালেকের ছেলে মোহাম্মদ শাকের, বকসু মিয়ার ছেলে আবদুর রহমান ও আবদুস শুক্কুরের ছেলে আবদুর রহিম। তারা তিনজনে সুস্থ আছে বলে জানান বনবিভাগ।

বিষয়টি নিশ্চিত করেন বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান ও নেচারপার্ক মোচনী বন পাহারা দলের সভাপতি মোহাম্মদ ওসমান।

তিনি জানান, স্থানীয় ও আমাদের বিভাগের ৩২ জন মিলে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। ডাকাত দলের ১৬জন মত সদস্য উপস্থিত ছিলেন। আমাদের দেখে আমাদের অপহৃত ৩জনকে পেলে পালিয়ে যায়। তারা তিনজনে সুস্থ আছেন।তাদের চিকিৎসা দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে ।

এর আগে শুক্রবার (১সেপ্টেম্বর) পাহাড়ের সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্যরা তাদের অপহরণ করে।

গত সাড়ে ৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ৮৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৪২ জন স্থানীয় বাসিন্দা, বাকি ৪৪ জন রোহিঙ্গা। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৩৯ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর