মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪

চার্জার ফ্যান বিস্ফোরণ: মা-বাবা-বোনের পর প্রাণ গেল টুটুলেরও

সিসিএন অনলাইন ডেস্ক-
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে চার্জার ফ্যান বিস্ফোরণের ঘটনায় মা, বাবা, বোনের পর দগ্ধ মো. টুটুল (৩০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪।

শেখ হাসিনা জাতীয় বার্নও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো তরিকুল ইসলাম তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসাধীন অবস্থায় আজ সকালের দিকে মারা যান টুটুল।

এর আগে সোমবার সকাল পৌনে ১০টার দিকে মারা যান টুটুলের বাবা আব্দুস সালাম মন্ডল। মঙ্গলবার সন্ধ্যার দিকে মারা যান তাঁর মা বুলবুলি বেগম। বুধবার সকালের দিকে মারা যান বোন সোনিয়া আক্তার।

তরিকুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন আমাদের এখানে চিকিৎসাধীন ছিলেন। টুটুলের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় দগ্ধ আরও এক শিশু মেহেজাবিন (৭) আমাদের এখানে চিকিৎসাধীন।

শুক্রবার (৯ জুন) ফতুল্লার কাশিপুর খিলমার্কেট এলাকায় সেলিনা বেগমের বাড়িতে চার্জার ফ্যান বিস্ফোরণে সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!