শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

চিহ্নিত ভূমিদস্যূকে নিয়ে ভূমিদস্যূতা রোধের দাবিতে মানববন্ধন

সিসিএন ডেস্ক:
কক্সবাজার শহরে চিহ্নিত ভূমিদস্যূতার দায়ে একাধিক মামলার আসামিকে সাথে নিয়ে ভূমিদস্যূতা বিরোধী একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৬ জুন দুপুরে কক্সবাজার পৌরসভার কার্যালয়ের সাথে কক্সবাজার সোসাইটি নামের একটি নাম-সর্বস্ব সংগঠণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘ভূমিদস্যূদের আগ্রাসনের কবল থেকে কক্সবাজারকে রক্ষার দাবিতে’ আয়োজিত মানববন্ধনটিতে চিহ্নিত ভূমিদস্যূ, কথিত সংগঠনের স্ব-ঘোষিত সভাপতি ছাড়াও ৭-৮ জন ভাটাড়ে শ্রমিক অংশ নেন।

কক্সবাজার শহরের পালের দোকানের সামনে থেকে নির্ধারিত টাকা ভাড়া করে এসব শ্রমিকদের নিয়ে আসা হয়। যেখানে বক্তব্য রাখেন, কক্সবাজারের কলাতলী এলাকার টিএন্ডটি পাহাড় দখলদারের একজন এম হাসিব বাদল। যে বাদলের বিরুদ্ধে পাহাড় দখল ও কাটার অভিযোগে পরিবেশ ও বনবিভাগের একাধিক মামলা ছাড়াও বিভিন্ন ব্যক্তি বাদী হয়ে দখলের চেষ্টা ও হামলার মামলা রয়েছে।

অভিযোগ রয়েছে, কক্সবাজার সোসাইটি নামের একটি নাম-সর্বস্ব সংগঠণটির স্ব ঘোষিত সভাপতি বিভিন্ন সময় ব্যক্তি বিশেষের কাছ টাকা নিয়ে এ ধরণের মানববন্ধনের আয়োজন করে থাকে। বিভিন্ন সময় মানববন্ধন ছাড়া সংগঠনটির আর কোন কার্যক্রম চোখে পড়েনি। এবারও ভূমিদস্যূতার সাথে পরিবেশ অধিদপ্তরের দায়ের করা মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিলের পর এম হাসিব বাদল টাকার বিনিময়ে কথিত এই মানববন্ধনের আয়োজনটি করেছেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর