শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মানে ব্যারিস্টার মিজান সাঈদের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় আগত পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সম্মানে নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেছেন।

বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় এ নৈশভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। ব্যারিস্টার মিজান সাঈদ আগত অতিথিদের অভ্যর্থনা জানান এবং কুশল বিনিময় করেন।

নৈশভোজ শেষে ব্যারিস্টার মিজান সাঈদ বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরুর সাথে পরিচয় করিয়ে দেন এবং সংক্ষিপ্ত মত বিনিময় করেন ।

উক্ত নৈশভোজে উপস্থিত ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামু উপজেলা চেয়ারম্যান সোহেল সরোয়ার কাজল, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন, কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জনাবা হামিদা তাহের, গর্জনিয়ার চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, খুনিয়া পালং এর চেয়ারম্যান জনাব আব্দুল হক কোম্পানি, দক্ষিণ মিঠাছড়ির চেয়ারম্যান জনাবা খোদেস্তা বেগম, জোয়ারিয়ানালার চেয়ারম্যান জনাব কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান জনাব রফিক আহমেদ এবং ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুর সিদ্দিক । এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য সুজন শর্মা, রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির আহসান ও অ্যাডভোকেট শাজাহান মুনীর সহ অন্যান্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা নৈশভোজে অংশ নেন।

মতবিনিময় কালে নেতৃবৃন্দ আগামী জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে যাকেই মনোনীত করা হোক না কেন তার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন । আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলকে সাংগঠনিকভাবে মজবুত ও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করা হয় যাতে কোনো কুচক্রী মহল দলের কোন ক্ষতি করতে না পারে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর