বৃহস্পতিবার, নভেম্বর ৭, ২০২৪

জনগণকে ধৈর্য ধরার আহ্বান বিএনপি নেতা সালাহউদ্দিনের

সাইদুল ফরহাদঃ

জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন,মুক্ত স্বাধীন বাংলাদেশে আসার যে অনুভূতি সেটি ভাষায় প্রকাশ করা যাবে না।আমি জনগণের মাঝে যে বিজয় অনুভূতি লক্ষ করছি সেটি অপূর্ব। যে বিজয় বাংলাদেশে অর্জিত হয়েছে। সেটি ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ। শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ।
বুধবার (২৮আগস্ট) দুপুর ২টার দিকে কক্সবাজার বিমানবন্দর থেকে তার গ্রামের বাড়ি যাওয়ার পথে রামুতে গণমাধ্যমে কর্মীদের এই কথা বলেন।


এসময় তিনি আরো বলেন, প্রায় ১০ বছর পর আমি আমার জন্মভূমিতে অবতরণ করলাম। প্রকৃত বৈষম্যহীন,সাম্য ভিত্তিক এবং সমাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আমরা মানবিক মর্যাদার ভিত্তিতে বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করবো।সে বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। এবং আমি আহ্বান জানাবো আইনশৃঙ্খলাকে সমুন্নত রাখি।এবং পুরো বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখি।দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে। পাশাপাশি অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
এর আগে বেলা ১১টা ৪২ মিনিটের দিকে বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় তার সঙ্গে সহধর্মিনী ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদ উপস্থিত ছিলেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!