প্রেস বিজ্ঞপ্তি:
প্রতিটি স্থাপনায় অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকা জরুরি। জনগুরুত্বপূর্ণ স্থানসমূহের ক্ষেত্রে যা আরো বাঞ্ছনীয়। কক্সবাজারের তারকা মানের আবাসিক হোটেল সমূহতে এ ব্যবস্থার থাকা জরুরি বৈকি। কেননা সেখানে অবস্থান করেন দেশ ও বিদেশের পর্যটকরা।
অগ্নিনির্বাপক ব্যবস্থার মতো জনস্বার্থ মূলক ব্যবস্থা এসব স্থাপনায় রয়েছে কিনা তার প্রতিবেদন তৈরির কাজ করছিলেন স্যাটেলাইট টেলিভিশন “চ্যানেল টুয়েন্টি ফোর” এর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিম নিহাদ ও চিত্রগ্রাহক সাদেক হোসেন খোকা। এসময় সাথে ছিলেন সিসিএনের রিপোর্টার মিকাত হোসেন। কাজের অংশ হিসেবেই তিনি কক্সবাজারের হোটেল লং বীচের তথ্য জানতে চেয়েছিলেন ৪ মার্চ দুপুরে।
কিন্তু কর্তব্যরত অবস্থায় একজন সাংবাদিককে সহযোগিতা না করে উক্ত হোটেলের দায়িত্বরত কর্মকর্তা মো. সরওয়ার উলটো হেনস্তা করেন। যা অনভিপ্রেত আচরণ। এতে করে ওই কর্মকর্তা জনস্বার্থ সাংবাদিকতায় ব্যাঘাত ঘটিয়েছেন।
Public Interest Journalism – PIJ Cox’s Bazar মনে করে এধরনের আচরণ জনস্বার্থ সাংবাদিকতার জন্য বাঁধা। আমরা এর তীব্র নিন্দা জানাই। সেইসাথে ঘটনার তদন্তপূর্বক হোটেল কর্মকর্তার শাস্তি দাবি করে PIJ- Cox’s Bazar.
উল্লেখ্য সাংবাদিক আজিম নিহাদ PIJ- Cox’s Bazar এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্বাক্ষরিত
সৌরভ দেব
পরিচালক, PIJ- Cox’s Bazar