রবিবার, ডিসেম্বর ১০, ২০২৩

জাকারবার্গ মার খেয়েছেন কার কাছে?

সিসিএন অনলাইন ডেস্কঃ

মার খেয়েছেন মেটা প্রধান মার্ক জাকারবার্গ! নিজেই এমন ইঙ্গিত দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে চোট পাওয়া একটি সেলফি শেয়ার করেছেন জাকারবার্গ। ক্যাপশনে লিখেছেন, ‘ঘুষি খেয়েছি। এখন আমার অ্যাভাটার আপডেট করতে হতে পারে।’ তবে অনুসারীদের ঘাবড়ানোর কিছু নেই। মার্শাল আর্ট জিউ-জিৎসু প্রশিক্ষণের সময় ঘুষি খেয়েছেন ৩৯ বছর বয়সী এই ধনকুবের।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ইনস্টাগ্রামে জাকারবার্গের পোস্ট করার পর থেকে ৪ লাখের বেশি লাইক এবং অসংখ্য মন্তব্য পড়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আপনার সাথে এটা কে করল!’ আরেকজন লিখেছেন, ‘অন্য লোকটির চেহারার অবস্থা কেমন মার্ক?’ অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘প্রশিক্ষণের সময় আপনার হাত ওপরে রাখবেন।’

উল্লেখ্য, কোচ ডেভ ক্যামারিলো মার্ক জাকারবার্গের প্রশিক্ষক। ক্যামারিলো মার্শাল আর্টের জুডো ও জিউ-জিৎসুর জন্য প্রখ্যাত।

গত বছর মার্ক জাকারবার্গ এক সাক্ষাতকারে বলছিলেন, তিনি প্রতিদিন কমপক্ষে দুই ঘন্টা শারীরিক কসরত করার চেষ্টা করেন। করোনা মহামারী চলাকালীন মার্শাল আর্ট ফর্মের প্রশিক্ষণ শুরু করেন। খেলাধুলা তাঁকে শক্তি জোগায় বলেও জানান জাকারবার্গ।

মেটা প্রধান আরও বলেন,‘সকালে ঘুম থেকে উঠে এক বা দুই ঘন্টা ব্যায়াম, বন্ধুদের সাথে কুস্তি লড়া কিংবা বিভিন্ন ধরনের প্রশিক্ষণের পর মনে হয়, এখন আমি আমার কাজকর্মের সব ধরনের সমস্যা সমাধানের জন্য প্রস্তুত।’

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর