সিসিএন অনলাইন ডেস্ক:
রায়ের বাজারের বুদ্ধিজীবী স্মৃতি সৌধ দেখতে গিয়ে ছিনতাইকারির কবলে পড়েছিলেন দুই জাপানি নাগরিক। পরে ঢাকা ও চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার ও ছিনিয়ে নেওয়া পাসপোর্ট, নগদটাকাসহ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করেছে পুলিশ।
আটকরা হলেন- খায়রুল ইসলাম স্বপন (২৮), জিহাদুল ইসলাম মামুন (১৯) ও মো. আবু রাসেল প্রত্যয় (২২)।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
আজিমুল হক জানান, ঈদের তৃতীয় দিন রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতি সৌধ দেখতে যান জাপানি দুই নাগরিক। রাত সাড়ে আটটার দিকে তাদের পথরোধ করে তিন ছিনতাইকারী। ধারালো অস্ত্র ঠেকিয়ে তাদের পাসপোর্ট, দেড়লাখ ইয়েন, ২৮ হাজার টাকা, দুটি আইফোন, ক্রেডিট কার্ড ও ড্রাইভিং লাইসেন্স ছিনিয়ে নেওয়া হয়।
মোহাম্মদপুর থানায় মামলার পর ছিনতাইয়ে জড়িত স্বপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায় অপর দুই ছিনতাইকারী মামুন ও রাসেল ছিনতাইয়ের টাকায় কক্সবাজারে ঘুরতে গেছে। পরে তাদের চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী। এর আগেও তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা ছিল।
সংবাদ সম্মেলনে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল, সহকারী কমিশনার আজিজুল হক, মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।