শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

জামায়াতের ফতেখারকুল ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের কর্মী সম্মেলন

সিসিএন ডেস্ক:
বাংলাদেশ জামায়াত ইসলামী ফতেখারকুল ৬ নং ওয়ার্ডে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম আজমের সঞ্চালনায় পূর্ব মেরংলোয়া জামে মসজিদের মাঠে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনিত ককসবাজার- ৩ আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী শহীদুল আলম বাহাদুর।

তিনি বলেন, এদেশে সব ধর্মের-বর্ণের মানুষ মিলেমিশে আছি। বাংলাদেশ আমাদের সবার। আমরা সোচ্চারভাবে বলেছি বাংলাদেশে কোনো মেজরিটি এবং মাইনোরিটি মানি না। এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই এদেশের গর্বিত নাগরিক। মাইনোরিটি শব্দটি ব্যবহার করে দেশের বাইরে থেকে একটি গোষ্ঠী তাদের স্বার্থ হাসিল করতে চায়। আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। আমরা দেশের মানুষের সেবা করার জন্য সবার সহযোগিতা চাই। এই দেশ নতুনভাবে গড়তে হবে। এই দেশ গড়তে হলে সন্ত্রাস, চাঁদাবাজ কলঙ্কমুক্ত কিছু মানুষ দরকার। সংস্কার এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পরিচ্ছন্ন নেতৃত্ব তৈরি করতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ত্যাগ এখনও শেষ হয় নাই। আরও অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আরও অনেক পথ পাড়ি দিতে হবে। যে জাতির নেতারা ঘুমিয়ে থাকে সে জাতি যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারে।

সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠার মাধ্যম বাংলাদেশকে একটি কল্যানমুলক রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামী কাজ করে যাচ্ছে। আগামীতে জামায়াত ইসলামী রাস্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশকে বিশ্বের দরবারে রোল মডেল করার আশা ব্যক্ত করেন।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াত ইসলামীর রামু উপজেলা নামেবে আমির অধ্যক্ষ মওলানা মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক আ ন ম হারুন, উপজেলা কর্মপরিষদ সদস্য ও যুব বিভাগ সভাপতি মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য সাঈয়েদ সোহরাব হোসেন আমীর ফতেখাঁরকুল ইউনিয়ন, মুক্তার আহমেদ সভাপতি ও কর্মপরিষদ সদস্য উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, জামায়াত নেতা জননেতা খুরশেদ জুয়েল চৌধুরী।

এছাড়া সম্মেলনে ওয়ার্ড, ইউনিয়নের দায়িত্বশীল স্বতঃস্ফূর্ত অংশ নেয়।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!