সিসিএন রিপোর্ট :
কক্সবাজার জেলা আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশের ন্যায় কক্সবাজারে নাশকতা ও সহিংস ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে তবে সহিংস ঘটনায় যারা প্রকৃত দোষী তাদের শাস্তির আওতায় আনা হোক। কিন্তু নিরীহ কোন মানুষ যাতে মিথ্যা মামলায় হয়রানীর শিকার না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্ট্য সবার প্রতি আহবান জানানো হয়। ২৮ জুলাই রবিবার বেলা ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীম এটিএম জাফর আলম হল রুমে অনুষ্টিত জেলা আইন শৃংখলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ছৈয়দ মোহাম্মদ ইব্রাহিম,পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের বলেন,কোটা সংস্কার নিয়ে কক্সবাজারে সহিংতার ঘটনায় ইতি মধ্যে ৬ টি মামলায় অনেককে আসামী করা হয়েছে। এখানে কোন নিরিহ মানুষ যেন হয়রানীর শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। একই সাথে যারা বহিরাগত কিন্তু কক্সবাজারে এসে অবস্থান করে সহিংতা ছড়িয়েছে তাদের এবং তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদের খোঁজে বের করা প্রয়োজন।
সভায় জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম বলেন,নিরিহ কাউকে হয়রানী না করার পাশাপাশি দোষী কাউকে ছাড় দেওয়া যেন না হয় সেটাও খেলায় রাখতে হবে।
এ সময় বক্তারা,কক্সবাজারের আইনশৃংখলা পরিস্থিতি শান্ত রাখতে আরো বেশ কিছু পরামর্শ দেন। পরে এ সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।