সিসিএন রিপোর্ট:
কক্সবাজার শহরের ব্যস্ততম জাম্বুর মোড় সংলগ্ন সড়কের উপর ভাঙা একটি গাছ ঝুঁকে রয়েছে। যে কোন সময় সড়কের উপর ভেঙে পড়তে পারে বিশাল গাছটি। গাছটির নিচে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। চলছে নানা যানবাহন।
ঘুর্ণিঝড় “হামুনের আঘাতে ভেঙ্গে যায় গাছটি। ৫ দিন পার হলেও এখনো পর্যন্ত গাছটি সরানো যায়নি। এই ব্যস্ততম সড়কে এখনো বৈদ্যুতিক তারের সাথে বিপদজনক ভাবে ঝুলছে গাছটি।
সড়কটি দিয়ে প্রতিদিনই জেলা প্রশাসক সহ উচ্চপদস্থ ব্যাক্তিগণ চলাচল করে। জেলা প্রশাসকের বাংলোর সড়কের সামনেই ঝুঁলে রয়েছে গাছটি।
এছাড়া সড়কের এক পাশে উন্নয়ন কতৃপক্ষ থেকে শুরু করে সিভিল সার্জন সহ অন্যান্য আরো সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। যেখানে সরকারি উর্ধতন অনেক কর্মকর্তা চলাচল করে। ঝুঁকিপূর্ণ গাছটি দ্রুত অপসারণের জন্য কক্সবাজার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।