শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহীরই মারা গেছেন: মার্কিন কোস্টগার্ড

সিসিএন অনলাইন ডেস্ক:

আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিনের সব আরোহীরই মারা গেছেন বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুন) বিকেল ৩টায় (বাংলাদেশ সময় রাত ১টায়) সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসি আরেকটি প্রতিবেদনে জানায় বিপর্যয়কর বিস্ফোরণের পর টাইটান সাব’ এর পাঁচ জনই মারা গেছে।

সংবাদ সম্মেলনে মার্কিন কোস্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল জন মগারকে প্রশ্ন করা হয়, কোস্টগার্ড ওশান গেটের টাইটান সাবমেরিন থেকে মৃতদেহগুলো উদ্ধার করতে পারবে কিনা?

এসময় জন মগার বিষয়টি অনিশ্চিত বলে জানান। সেইসঙ্গে তিনি বলেন, এই ঘটনা কোনোভাবেই ভুলে যাওয়ার মতো নয়।

এর কিছুক্ষণ আগেই আটলান্টিকের তলদেশে নিখোঁজ ডুবোযান টাইটানের ৫ আরোহীর সবাই মারা গেছেন বলে ধারণা করে বিবৃতি দেয় টাইটান সাবমারসিবলের অপারেটিং কোম্পানি ওশানগেট। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘আমরা এখন বিশ্বাস করি যে আমাদের সিইও স্টকটন রাশ, শাহজাদা দাউদ এবং তার ছেলে সুলেমান দাউদ, হামিশ হার্ডিং এবং পল-হেনরি নারজিওলেট দুঃখজনকভাবে মারা গেছেন।’

গত পাঁচ ছয় দিন ধরেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হারিয়ে যাওয়া ডুবযান টাইটান। রোববার (১৮ জুন) ওশানগেটের সাবমারসিবল ডুবোযান টাইটান পাঁচ আরোহী নিয়ে কানাডা উপকূলীয় আটলান্টিক মহাসাগরের তলদেশে যায়। এর ঠিক পৌনে দুই ঘণ্টার মাথায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে এটিকে খোঁজার সব রকমের চেষ্টা চালায় মার্কিন কোস্টগার্ডের পাশাপাশি কানাডার কোস্টগার্ডের সদস্যরা।

অভিযানে যুক্তরাষ্ট্র ও কানাডার বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজের সমন্বয়ে চলে শ্বাসরুদ্ধকর এই অভিযান। শেষ সময়ে এসে বাড়ানো হয় অভিযানের ব্যাপ্তিও। আটলান্টিকের তলদেশের প্রায় ২০ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে চালানো হয় চূড়ান্ত পর্বের অভিযান। একইসঙ্গে আনা হয় পানির তলদেশে চলাচলে সক্ষম ভিক্টর ৬০০০ নামে রোবোটিক্যালি অপারেটেড ফরাসি ভেহিকেল। যা কিনা ডুবোযানটিকে পানির ওপর ভেসে উঠতে বাধাদানকারী কোনো কিছু শনাক্ত হলে সেটিকে সরিয়ে ফেলতে সক্ষম। এই অনুসন্ধানে বৃহস্পতিবার সাবমেরিনটির ধ্বংসাবশেষ খুঁজে পায় মার্কিন কোস্টগার্ড।

টাইটানের যাত্রীরা

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর