শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

টানা ৭ সপ্তাহ বক্স অফিসে শীর্ষে ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’

সিসিএন অনলাইন ডেস্ক:

২০০৯ সালে মুক্তি পাওয়া ‘অবতার’ চলচ্চিত্রের সিক্যুয়েল ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ টানা সপ্তম সপ্তাহে বক্স অফিসে প্রথম অবস্থানে রয়েছে।

এছাড়াও হিন্দি ভাষার ব্লকবাস্টার ‘পাঠান’ এ তালিকার শীর্ষ পাঁচে স্থান করে নিয়েছে।

অন্যদিকে, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ ও ‘দ্য ফ্যাবেলম্যানস’ এর মতো চলচ্চিত্রের অস্কার-পরবর্তী মনোনয়ন পুনরায় প্রকাশ করেছে।
উত্তর আমেরিকায় ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’ –এর জনপ্রিয়তা ‘অবতার’ এবং গত ২৫ বছর ধরে হিট ‘টাইটানিক’ (যা ১৫ সপ্তাহ ধরে প্রথম স্থানে ছিল) এর মতো হবে বলে আশা করা হচ্ছে। তিনটি সিনেমাই পরিচালনা করেছেন জেমস ক্যামেরন।

বিশ্বব্যাপী, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ বর্তমানে আনুমানিক ২.১ বিলিয়ন ডলার আয় করেছে, যা ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেনস’-কে ছাড়িয়ে সর্বকালের চতুর্থ-সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রের খেতাব জিতেছে। যার মধ্যে তিনটি ক্যামেরন পরিচালনা করেছেন।

কমস্কোরের সিনিয়র মিডিয়া বিশ্লেষক পল ডারগারাবেডিয়ান বলেছেন, ‘জেমস ক্যামেরন সব রেকর্ড ও মাইলফলক ছাড়িয়ে গেছেন।’

দ্বিতীয় স্থানটি ইউনিভার্সাল এবং ড্রিমওয়ার্কসের পরিবার-ভিত্তিক অফার ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’-ধরে রেখেছে, যা ষষ্ঠ সপ্তাহান্তে ১০.৬ মিলিয়ন ডলার উপার্জন করেছে।

এটি অ্যানিমেটেড স্পিন অব উত্তর আমেরিকায় ১৪০.৮ মিলিয়নের বেশি ডলার আয় করেছে।

তিন হাজার ৯৫৭টি স্থান থেকে ৬.৮ মিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সনি-এর ‘এ ম্যান কলড ওট্টো’। মেম-এবল হরর ‘এম৩গান’ ইউনিভার্সাল রিলিজের চতুর্থ সপ্তাহান্তে ৬.৪ মিলিয়ন ডলার আয় নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে, যার দেশীয় মোট আয় ৮২.৩ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
শাহরুখ খান অভিনীত ভারতীয় ছবি ‘পাঠান মাত্র ৬৯৫ প্রদর্শনী থেকে ৫.৯ মিলিয়ন ডলার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

ডেরগারবেডিয়ান বলেছেন, ‘শীর্ষ পাঁচটি সিনেমা সত্যিই চিত্তাকর্ষক।’

পাঠান সিনেমার মধ্য দিয়ে গত বেশ কয়েক বছর পরে ভারতীয় চলচ্চিত্র তালিকার শীর্ষ ১০-এ উঠে আসার সুযোগ পেয়েছে।

নিয়ন সানড্যান্সের আত্মপ্রকাশের পর এক হাজার ৮৫৩টি স্থানে ব্র্যান্ডন ক্রোনেনবার্গের লেখা ও পরিচালিত এবং মিয়া গথ ও আলেকজান্ডার স্কারসগার্ড অভিনীত হরর মুভি ‘ইনফিনিটি পুল’ প্রদর্শন করেছে। এটি আনুমানিক ২.৭ মিলিয়ন ডলার আয় করেছে।

ডায়ান কিটন, রিচার্ড গেরে ও সুসান সারান্ডনের অভিনীত রোমান্টিক কমেডি ‘মেবি আই ডু’ ৪৬৫টি প্রদর্শনী থেকে ৫৬২ হাজার মার্কিন ডলার উপার্জন করেছে।

এ সপ্তাহে বক্স অফিসে শীর্ষ আয়কারী ১০টি সিনেমা হলো-

১. ‘অবতার: দ্য ওয়ে অব ওয়াটার’- ১৫.৭ মিলিয়ন ডলার।

Poster:অবতার: দ্য ওয়ে অব ওয়াটার

২. ‘পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ’- ১০.৬ মিলিয়ন ডলার।

Poster:পুস ইন বুটস: দ্য লাস্ট উইশ

৩. ‘এ ম্যান কলড ওট্টো’- ৬.৮ মিলিয়ন ডলার

Poster:এ ম্যান কলড ওট্টো

৪. ‘এমথ্রিগান’- ৬.৪ মিলিয়ন ডলার।

Poster:এমথ্রিগান

৫. ‘পাঠান’- ৫.৯ মিলিয়ন ডলার।

Poster:পাঠান

৬. ‘মিসিং’- ৩.৮ মিলিয়ন ডলার।

Poster:মিসিং

৭. ‘প্লেন’- ৩.৮ মিলিয়ন ডলার।

Poster: প্লেন

৮. ‘ইনফিনিটি পুল’- ২.৭ মিলিয়ন ডলার।

Poster:ইনফিনিটি পুল

৯. ‘লেফট বিহাইন্ড: রাইজ অব দ্য ক্রাইস্ট’- ২.৪ মিলিয়ন ডলার।

Poster:লেফট বিহাইন্ড: রাইজ অব দ্য ক্রাইস্ট

১০. ‘দ্য ওয়ান্ডারিং আর্থ ২’- ১.৪ মিলিয়ন ডলার।

Poster: দ্য ওয়ান্ডারিং আর্থ ২

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!