শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

টেকনাফের দ্রুব ইয়াবাসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আটককৃতের নাম দ্রুব দাশ (২৫)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

শুক্রবার (৪ আগস্ট) সকালে বিমানবন্দরের ১নং টার্মিনালের সামনে অবস্থিত পার্কিং এর সামনে থেকে এপিবিএন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, তিনি টার্মিনালের সামনে সকাল থেকেই অবস্থান করছিলেন। তাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে ডাক দিলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাকে আটক করা হয়।

এপিবিএনের এই কর্মকর্তা জানান, তার কাছে ইয়াবা আছে বলে স্বীকার করেন দ্রুব দাশ। পরে তিনি নিজেই তার কাছে থাকা নীল রং এর একটি ব্যাগ থেকে ইয়াবা বের করে দেন। ইয়াবা গণনার পর দেখা যায় সেখানে ২ হাজার ৪০০ পিস ইয়াবা রয়েছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!