শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩

টেকনাফের সাবরাং এ ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের নগদ অর্থ বিতরণ

জসিম উদ্দিন জীবন, সাবরাং প্রতিনিধি:

টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদে ঘূর্ণিঝড় মোখায় প্রকৃত ক্ষতিগ্রস্থতদের মাঝে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ।

সোমবার (২৪জুলাই) ক্ষতিগ্রস্ত ৭৬০ পরিবারের মাঝে নগদ ৫০০০ টাকা করে বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি, পর্যায়ক্রমে ২২শত পরিবার মাঝে এই নগদ অর্থ বিতরণ হবে সাবরাং ইউনিয়নে।

এ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উদ্ভোদন করেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়নের ইউপি সদস্যগণ।

রেড ক্রিসেন্ট সোসাইটির পপুলেশন মোমেন্ট অপারেশন (পিএমও) ডিপুটি ডিরেক্টর মোঃ করিম বলেন ‘ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে আমরা বিডিআরসিএস-এর সঙ্গে নিবিঢ়ভাবে কাজ করছি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করতেছে বাংলাদেশ সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে,সর্বদায় অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ও জরুরি সহায়তায় সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময় মানুষ পাশে থাকে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার উদ্বোধনী বক্তব্যে বলেন সাবরাং ইউনিয়নে মোখায় ক্ষতিগ্রস্থদের সর্ব প্রথম ত্রাণ সহায়তা দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষ তাদের ঘরবাড়ি মেরামতের জন্য ত্রিপল, জেরিকেন, হাইজিন কিটসহ অন্যান্য সামগ্রী যা ইমারজেন্সি প্রয়োজন তা বিতরণ করা হবে।

উপকারভোগীদের থেকে নুর নাহার বলেন ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই প্রথম রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে আমি ত্রাণ, ত্রিপল নগদ অর্থ পেয়ে আমি অনেক খুশি।

রেড ক্রিসেন্টের মাধ্যমে এসময় মানুষের মাঝে ডেঙ্গু, ডায়রিয়া, ও শিশু সুরক্ষা এবং স্বাথ্য সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয় টেকনাফ টিমের যুব সদস্য শাহ নেওয়াজ।

এ অর্থ বিতরণ সুন্দর ভাবে সম্পূর্ণ করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির হেড কোয়ার্টার হয়ে কাজ করা NDRT তানজিব, তাইজুল, অপু, ক্রিসনো, তানজিল
টেকনাফ উপজেলা টিমের যুব প্রধান সাইফুল্লাহ হাবিব, ও টেকনাফ টিমের যুব সদস্যরা আরো অনেকেই।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর