সিসিএন ডেস্ক :
কক্সবাজারের টেকনাফে কোনভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ। এবার জহির উদ্দিন (৪০) নামের এক পল্লী চিকিৎসকসহ ২ জন সিএনজি অটোরিকশা যাত্রীকে অপহরণ করে অপহরণকারী চক্র।
রবিবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে হোয়াইক্যং-শামলাপুর সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।
পার্শ্ববর্তী উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা পল্লী চিকিৎসক জহির উদ্দিন ও অপর এক ব্যক্তি
ঘটনাস্থলে পৌঁছালে ব্যারিকেড দিয়ে তাদের বহন করা সিএনজি গতিরোধ করা হয় ।
সিএনজির চালক ইলিয়াস নিশ্চিত করেছেন, ঐ দুইজন কে সাথে অজ্ঞাত স্থানে চলে যায় ২০/২৫ জনের
দুর্বৃত্তের দল। এসময় তাকেও মারধর করে ব্যবহৃত মোবাইল ছিনিয়ে নেওয়া হয়, পরে তিনি সিএনজি সহ
পালিয়ে হোয়াইক্যং বাজারে চলে আসেন ।
বাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মশিউর রহমান টিটিএনকে জানিয়েছেন,“শুনলাম খুদুমগুহা ও
সোনালীব্যাংক নামক জায়গার মাঝামাঝি সিএনজি গতিরোধ করে দুইজন মানুষকে নিয়ে গেছে,ঘটনাটা
আসলে কি আমার বোধগম্য হচ্ছেনা,আমি খবর পেয়েছি রাত ১১টায়।”
পরিবারের পক্ষ থেকে অপহৃত জহির উদ্দিন কে অক্ষত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার ভাই স্কুল শিক্ষক ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কমরুদ্দিন মুকুল।