ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে।
বাংলাদেশ কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের উত্তর জালিয়াপাড়া ৭নং ওয়ার্ড এলাকায় পাচারের উদ্দেশ্যে ইয়াবা লুকিয়ে রাখা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম লুৎফুল লাহিল মাজিদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উত্তর জালিয়াপাড়ার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নদীর পাড়ে বসবাস অযোগ্য জরাজীর্ণ একটি ঝুপড়ি বাড়িতে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে অভিনব কায়দায় মাটির নিচে পুঁতে রাখা প্লাস্টিকের টেপ দ্বারা মোড়ানো ২টি প্যাকেট থেকে ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।