সাইদুল ফরহাদ:
কক্সবাজার টেকনাফ বাহারছড়া পেট্রোল পাম্পে পার্কিং করা অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে টেকনাফ বাহারছড়া বে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজান হোসাইন খোকন।
তিনি বলেন, পেট্রোল পাম্পে পার্কিং করা অবস্থাতে হঠাৎ অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে এসে মাত্র ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
তিনি আরো বলেন, অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চালক সেখান থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। কোনো রোগী অ্যাম্বুলেন্সে ছিল না।
বে ফিলিং স্টেশনের নির্বাহী পরিচালক তারেক মাহমুদ রনি বলেন, সকালে পাম্পে একটি অ্যাম্বুলেন্স পার্কিং করে। চালক ইঞ্জিনে কাজ করছিলেন। হঠাৎ বিস্ফোরণ হয়।এতে গাড়িটা পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।