সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফে ফারিহা জান্নাত(০৯) মাদ্রাসা পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। ওই শিক্ষার্থীর পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেছে অপহরণকারীরা।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শিকদারপাড়া এলাকা থেকে ফারিহাকে অপহরণ করা হয় জানায় পরিবার।
অপহৃত শিক্ষার্থী ফারিহা জান্নাত টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম শিকদারপাড়ার ছানা উল্লাহর মেয়ে। সে হ্নীলা দারুস্সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়েন।
শুক্রবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বিষয়টি নিশ্চিত করেন।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনের রাস্তা থেকে ফারিহা জান্নাতকে তুলে নিয়ে যায় দুবৃর্ত্তরা। তারপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে হঠাৎ অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত কল আসে। সে নম্বর থেকে মেয়ের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়।
অপহৃত শিক্ষার্থীর বাবা ছানা উল্লাহ বলেন, আমি মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে চাই। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, পরিবারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ করা হয়নি। খবরটি শুনেছি। অপহৃত শিক্ষাথীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।