ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মিলনমেলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১০ টায় টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় সমূহের সহকারী শিক্ষকদের নিয়ে ‘ টেকনাফ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ’ নামে একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।
টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাঁশি রাম দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মতবিনিময় সভা ও মিলনমেলায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজর মো. নুরুল আবছার, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ দ্দৌলা, মলকাবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদুল আলম, আলহাজ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীম আরা বেগম। এছাড়া অন্যান্য প্রধান শিক্ষকদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদয় শেখর দত্ত, হারুন অর রশিদ, জামাল উদ্দীন, সহকারী প্রধান শিক্ষক শ্বেতলাল চন্দ্র দাশ, ছিদ্দিক আহমদ প্রমূখ।
টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমু বড়ুয়া, বর্ডার গার্ড পাবলিক স্কুলের সহকারী শিক্ষক সৈয়দা তাহমিনা খানম ও বিশ্বজিত পালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা ফরিদুল আলম। সভা শেষে উপস্থিত প্রধান শিক্ষকদের পরামর্শে নয় সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত টেকনাফ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদের নতুন কমিটিতে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিমু বড়ুয়া কে আহবায়ক, শাহপরীর দ্বীপ হাজী বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের ফরিদুল আলম, মলকাবানু উচ্চ বিদ্যালয়ের আহমদুর রহমান, হোয়াইক্যং আলহাজ আলী আছিয়া উচ্চ বিদ্যালয়ের আমিরুল ইসলাম কে যুগ্ম আহবায়ক, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের মো. কায়সার হেলাল কে সদস্য সচিব, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের সুপন পালকে যুগ্ম সচিব, বর্ডার গার্ড পাবলিক স্কুলের সৈয়দা তাহমিনা খানম, সেন্টমার্টিন উচ্চ বিদ্যালয়ের দিদারুল আলম ও মারিশবনিয়া এসইডিপি উচ্চ বিদ্যালয়ের তসলিমা জান্নাত কে সদস্য করা হয়।