শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

টেকনাফে মিল্কি রিসোর্ট দখল করতে হামলা-ভাংচুর, পরে চাঁদা না পেয়ে মিথ্যা মামলা দায়ের

সিসিএন নিউজ :
টেকনাফে দখল করতে এসে ব্যর্থ হওয়া মিল্কি রিসোর্ট নামের একটি রিসোর্টে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে । এঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ করেছে রিসোর্সটির মালিক বদরুল হাসান মিল্কি।

টেকনাফ মডেল থানায় করা অভিযোগ পত্র থেকে জানা যায়,বাসস্টেশন রোড নাফ পেট্রোল পাম্পের সামনে বদরুল হাসান মিল্কির পৈতৃক সম্পত্তির উপর নিজ অর্থে নির্মিত মিল্কি রিসোর্টের জমির মালিকানা দাবি করেন,দেশের পট পরিবর্তনের সুযোগে একটি গোষ্ঠী। কোন ধরনের কাগজ উপস্থাপন না করে জমিটি দখল নিতে মরিয়া হয়ে উঠে। ,গত ৬ আগস্ট একদল সন্ত্রাসী অস্ত্রসহ সেই রিসোর্টে প্রবেশ করে রিসিপশনে দায়িত্বরত ম্যানেজার মো: রফিককে ভয়ভীতি প্রদর্শন করে এবং ক্যাশ বক্সে থাকা নগদ প্রায় সত্তর হাজার টাকা লুট করে নিয়ে যায়।এসময় রিসোর্টটি দখলে নিতে ব্যর্থ হওয়ায় সেখানে ভাঙচুর করে হামলাকারীরা।

এঘটনায় অভিযুক্তরা হচ্ছেন টেকনাফের বাসিন্দা নাহিদুল হক,সাইফুল,ছলিম,আব্দুল আলিম।

মিল্কি রিসোর্টের মালিক বদরুল হাসান মিল্কি বলেন,তার পৈতৃক জমির উপর রিসোর্টটি তৈরি করেন ১৯৯৫ সালে। সম্প্রতি কোন ধরনের কাগজ উপস্থাপন না করে রিসোর্টের জমি মালিকানা দাবি করে সেটি দখল নিতে মরিয়া হয়ে উঠে একটি চক্র।
প্রথমে হামলা করে দখল নিতে ব্যর্থ হয়ে পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদার দাবি করা হয়। এতেও সফল না হয়ে অভিযুক্তরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেন ভুক্তভোগী বদরুল হাসান মিল্কি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!