সিসিএন প্রতিবেদক:
র্যাব ১৫ এর বিশেষ অভিযানে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকা থেকে ইয়াবাসহ একজন কিশোর মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
র্যাব ১৫ এর আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার(২৩ জুন) দুপুরে একটি অভিযান চালানো হয়। এ সময় ১৪ বছর বয়সী মোঃ রিয়াজ উদ্দিন নামের এক কিশোরকে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে রিয়াজ দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সাথে জড়িত । সে ও তার সহযোগীরা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করত।
অভিযানের সময় রিয়াজের এক সহযোগী পালিয়ে যায়। টেকনাফ মডেল থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।