টেকনাফ প্রতিনিধি:
সীমান্ত শহর টেকনাফে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তিপুর্নভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে (১৫ আগস্ট) বৃহস্পতিবার সকালে কালো ব্যাজ ধারণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বঙ্গবন্ধুর প্রতিকৃতি মাল্যদান আলোচনা সভা-দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে শোক দিবসের আলোচনা সভায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হামজালাল এর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি, নুরুল বশর বলেন- ” ১৯৭৫ সালের শোকাবহ এই কালো দিবসে ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। আজ যখন আমরা ১৫ আগস্টকে ফিরে দেখি, তখন মনে হয় মানুষকে ভালোবাসা ও বিশ্বাস করাই বঙ্গবন্ধুর স্বপরিবারে নিহত হওয়ার উল্লেখযোগ্য কারণ।
তিনি আরও বলেন ” যিনি এই বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা, তাঁকে কিনা নির্মমভাবে ঘাতকের বুলেটে নিহত হতে হলো। বঙ্গবন্ধু আর বাংলাদেশ, এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাসের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির কাছে চিরস্মরণীয় এক নাম, বাঙালির প্রেরণার নাম। যিনি না থেকেও বাংলার মানুষের হৃদয়ে বেঁচে আছেন- মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু হয়ে।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সাবেক মেম্বার আহমেদ হোসেন, সেলিম সিকদার, মোস্তাক আহমেদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ হাজালাল, এজাহার মিয়া। ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, খলিলুর রহমান, বদি আলম, হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ময়নুল হোসেন চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা, ও ওয়ার্ড থেকে আগত আওয়ামী লীগের,নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।