সোমবার, অক্টোবর ২, ২০২৩

টেকনাফে সাবেক চেয়ারম্যান আজিজের উপর হামলার ঘটনায় উপজেলা আ.লীগের নিন্দা

সিসিএন ডেস্ক:

টেকনাফ হোয়াইক্যং উনছিপ্রাং এলাকায় টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজের উপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নিন্দা জানিয়েছে।

বুধবার (১৩সেপ্টেম্বর ) রাত সাড়ে ৭টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

ভুক্তভোগী আজিজ জানান, তিনি এ ঘটনায় মামলা দায়ের করেছেন। এতে বলা হয় আজিজের কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবি করে উনছিপ্রাং এলাকার জাহাঙ্গীর আলম।

টাকা দিতে অনীহা প্রকাশ করলে জাহাঙ্গীরসহ কয়েকজন আজিজের ওপরে হামলা করে। এতে আজিজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজিজের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর সাধারণ সম্পাদক মাহবুব আলম মোরশেদ। এই হামলার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

টেকনাফ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দ জুবায়ের বলেন, এই ঘটনায় মামলা নেওয়া হয়েছে, আসামীদের আটকের চেষ্টা চলছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর