ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের হ্নীলায় ছুরিকাঘাতে নিহত সালমান হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার ৪ আগস্ট দুপুর সোয়া ১২টার দিকে কক্সবাজার র্যাব-১৫ হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে ০৪ আগস্ট সংঘটিত নাটমোরা পাড়ার হাফেজ মৌলানা আব্দুল খালেকের পুত্র সালমান হত্যা মামলার অন্যতম আসামী হ্নীলা দক্ষিণ ফুলের ডেইলের মৃত পেঠানের পুত্র মোহাম্মদ আলম (২০) কে গ্রেফতার করে।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামীকে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।