ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়নের আওতাধীন ০৪ নং ওয়ার্ড শাখার কর্মী সভা আজ ১৪ জুলাই বিকাল ৩ টায় পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড সভাপতি মৌলভী গোলাম মোস্তফার সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল বশর। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ।
আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম সিকদার, হোসেন আহমদ মেম্বার, হামজালাল মেম্বার, মোঃ ইউছুপ ভূট্রো,মোস্তাক আহমেদ, হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাসেদ মাহমুদ আলী চেয়ারম্যান,সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বার, মাষ্টার নজির আহমদ,শামসুদ্দিন ও ডাঃ নুর মোহাম্মদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব নুরুল বশর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধিনেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। তাই দলীয় নেতাকর্মীদের সেভাবেই প্রস্তুতি গ্রহনের জন্য তিনি আহবান জানান। পাশাপাশি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বর্তমান সরকারের যে উন্নয়ন তা জনগনের কাছে তুলে ধরে নৌকা মার্কার সমর্থনে মানুষকে উদ্ধুদ্ধ করার আহবান জানান।
মাহবুব মোর্শেদ বলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ অতীতের যে কোন সময়ের চেয়ে অত্যন্ত ঐক্যবদ্ধ ও সুশৃংখল ভাবে এগিয়ে চলছে। এই ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না।