সোমবার, অক্টোবর ২, ২০২৩

টেকনাফে ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৩

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:

টেকনাফে র‌্যাব-১৫ ও ডিএনসির পৃথক অভিযান চালিয়ে ১লাখ ৩০হাজার ইয়াবাসহ ৩ কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন – সদর ইউনিয়নের নাজির পাড়ার নুরুল ইসলামের পুত্র রফিক আহমদ (৪২) ও সাবরাং ইউপির নয়াপাড়াস্থ হারিয়াখালীর মোঃ ইউনুছের পুত্র আবুল কালাম আজাদ (২০) এবং কালা মিয়ার পুত্র নুরুল আবছার (২৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা

২৬ জুলাই রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর ইউপির নাজিরপাড়ায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে নাজির পাড়ার নুরুল ইসলামের পুত্র রফিক আহমদ (৪২) কে গ্রেফতার করা হয়। এসময় আরো ৫জন মাদক কারবারী পালিয়ে যায়। আটককৃত রফিকের বাড়ি হতে ১লাখ ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (লএন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

অপরদিকে টেকনাফ আলো শপিং কমপ্লেক্স এলাকা হতে ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার করেছে ডিএনসি।

২৬ জুলাই বিকাল সাড়ে ৫টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (বিশেষ জোনের) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভার আলো শপিং কমপ্লেক্সের সিরাজগঞ্জ নামে দোকানের সামনে অভিযান চালিয়ে সাবরাং ইউপির নয়াপাড়ার হারিয়াখালীর মোঃ ইউনুছের পুত্র আবুল কালাম আজাদ (২০) এবং কালা মিয়ার পুত্র নুরুল আবছার (২৫) কে একটি শপিং ব্যাগসহ গ্রেফতার করা হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আবুল কালাম আজাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ২হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত আবছারকে ইয়াবা ক্রয় ও সরবরাহের জন্য সহযোগী হিসেবে নিয়ে আসে আবুল কালাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ (বিশেষ জোন) এর সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,এই অভিযানে ডিএনসি টেকনাফ বিশেষ জোনের উপপরিদশর্ক মোঃ নাসির উদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর