শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

টেকনাফে ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক ঘর পুড়ে ছাই

সিসিএন অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চাকমারকুল ২১ নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে শতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল) পৌনে নয়টার দিকে ওই রোহিঙ্গা আশ্রয়শিবিরে উসমানী সাইড ডি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জালাল আহমদ বলেন, রাত পৌনে নয়টার পরপরই আগুনের সূত্রপাত হয়। রাত সাড়ে নয়টার দিকে উখিয়া-টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে শতাধিক বাঁশ এবং প্লাস্টিক দিয়ে তৈরি রোহিঙ্গাদের ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস টেকনাফ স্টেশনের দলপতি মুকুল কুমার নাথ প্রথম আলোকে বলেন, রোহিঙ্গা শিবিরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত উখিয়া টেকনাফের ফায়ার সার্ভিসের কর্মীরা যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনোা বলা যাচ্ছে না।

জানতে চাইলে টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. এরফালুন হক চৌধুরী বলেন, চাকমারকুল রোহিঙ্গা আশ্রয়শিবিরে একটি এনজিওর নারী বান্ধব কেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এর আগে ১৮ এপ্রিল রাতে লেদার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আগুনে ৩৯টি ঘর পুড়ে যায়। তারও আগে ৫ মার্চ দুপুরে উখিয়ার বালুখালী ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরসহ ২ হাজার ৮০৫টি নানা স্থাপনা এবং ১৫ হাজার ৯২৫ জন রোহিঙ্গা ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!