শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ থেকে তিন কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৮অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দমদমিয়া এলাকা থেকে মাদকের এই চালান উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে পাচারের সংবাদ পায় বিজিবি। এরপর বিজিবির সদস্যরা নাফ নদীর দমদমিয়া এলাকায় কড়া নজরদারি শুরু করেন। কয়েকজন চোরাকারবারি মিয়ানমার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢোকার সময় বিজিবি সদস্যরা তাঁদের থামানোর চেষ্টা করেন। তাঁরা পালানোর চেষ্টা করলে বিজিবির সদস্যরা ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা বস্তা ফেলে নাফ নদী সাঁতরে মিয়ানমারে পালিয়ে যান। ঘটনাস্থল থেকে ৩.কেজি ৬৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর