মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে চায়ের দোকানে আগুন, আহত-১.

সিসিএন প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরে একটি চায়ের দোকানে অগ্নিকান্ডের ঘটনায় এক রোহিঙ্গা আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় টেকনাফের নয়াপাড়া মৌচনি নিবন্ধিত ক্যাম্পের চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।

এসময় আগুন নেভাতে গিয়ে দোকানদার আমির হাকিম (৪২) নামে এক ব্যাক্তি আহত হয়েছে। তিনি নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের মনু মিয়ার ছেলে

এ বিষয়ে টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বলেন, রাতে হঠাৎ করে ক্যাম্পে হাকিমের চায়ের দোকানে আগুন লাগে। পরে আাশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দোকানের মালিক আমির হাকিম গুরুত্ব আহত হয়েছে। গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে।

তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের নিয়ে যাওয়া হয়।’

এ প্রসঙ্গে জরুরী বিভাগের ডাক্তার ইফরান ইউছুপ বলেন, ক্যাম্প থেকে এক রোহিঙ্গাকে আহত নিয়ে আসেন। তাঁর মাথায় মারাত্মক আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজারে রেফার করা হয়েছে।

টেকনাফ ফায়ার স্টেশন এর কর্মকর্তা উত্তম ব্যানার্জি জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে ক্যাম্পের স্বেচ্ছাসেবকদের সাথে ফায়ার সার্ভিস কাজ করছে।এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!