সোমবার, অক্টোবর ২, ২০২৩

টেকনাফ শাহপরীরদ্বীপে ১৭ কোটি টাকার স্বর্ণ লুট পাট!

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দিয়ে মিয়ানমার থেকে চোরাই পয়েন্টে আসা মাঝের পাড়া এলাকা থেকে ১৭ কোটি টাকার স্বর্ণ ও আইস লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে ৷

গত ১৩ জুলাই রাতে শাহপরীর দ্বীপ মাঝের পাড়া জেলে ঘাটের জেলে আবদুল্লাহ সাগরে মাছ শিকার করার সময় একটি বড় আকারের বস্তা কুড়িয়ে পায়। সেই কুড়িয়ে পাওয়া বস্তাটি তার বোনের বাড়িতে গোপনে রাখে।

এর দুই দিন পর গফুর নামে এক ব্যক্তি সংবাদটি পেয়ে কুড়িয়ে পাওয়া জেলেকে চাপ সৃষ্টি করলে পরে স্থানীয় পুলিশ ফাঁড়ীর এএস আই আসাদ কে কুড়িয়ে পাওয়া বস্তাটির বিষয়ে জানায়, কিন্তু পুলিশ এসে উদ্ধারের আগেই গফুরসহ কয়েকজন ব্যক্তি বস্তা থেকে স্বর্ণসহ মূল্যবান মালামাল লুটপাট করে৷ পরে পুলিশ এসে বস্তাসহ বাকি মালামাল নিয়ে যায় বলে সাংবাদিকদের জানায় আবদুল্লাহ ৷

এমনকি বিষয়টি পুলিশ ও সাংবাদিকদের না বলতে গফুর ও নজির আহমদ কুড়িয়ে পাওয়া আবদুল্লাহকে প্রাণ নাশের হুমকি ধমকি ও ভয়ভীতি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, “ এ ঘটনায় মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছে গফুর ও নজির আহমদ ও গফুরের ভাতিজা করিম উল্লাহ। যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা না হয় এরা ভবিষ্যতে আরো বড় ধরনের অপরাধ করতে ভয় পাবে না। শাহপরীরদ্বীপবাসীর দাবী এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হউক। ’’

শাহপরীরদ্বীপে স্বর্ন লুটপাটের বিষয়ে টেকনাফ মডেল থানার (ওসি) মোঃ জোবাইর সৈয়দ এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, “ লোক মারফত শুনেছি এবং ঐ স্পট থেকে কিছু পাউডার জব্দ করা হয়েছিলো। এ বিষয়ে আদালতের কাছে অনুমতি চেয়েছি ল্যাবে পরীক্ষা করার জন্য। ফলাফল আসলে জানিয়ে দেওয়া হবে। ”

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর