সোমবার, মার্চ ২৪, ২০২৫

ট্রাম্প হামলার ২ ঘণ্টার মধ্যে টি-শার্ট বানিয়ে চীনাদের রমরমা ব্যবসা!

সিসিএন অনলাইন ডেস্কঃ

পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে গুলিতে আহত হওয়ার দুই ঘণ্টার মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের রক্তাক্ত ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে ফেলেছে চীনের একটি সংস্থা। আর সেই টি-শার্ট বিক্রি হচ্ছে হটকেকের মতো।

স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পেনসিলভানিয়ায় ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলার ঘটনা ঘটে।

রয়টার্সের এক ভিডিওতে দেখা যায়, সমাবেশে মঞ্চে উঠে ডোনাল্ড ট্রাম্প সবে বক্তব্য শুরু করেছেন। হঠাৎই গুলির শব্দ শোনে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। মার্কিস সিক্রেট সার্ভিসের সদস্যরা ঘিরে ধরার একটু পরই ট্রাম্পকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়। তখন তার ডান কান থেকে রক্ত ঝরছে। মুখমণ্ডলেও রক্ত। এ সময় ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ফাইট, ফাইট, ফাইট। বিশ্বজুড়ে ট্রাম্পের সেই মুষ্টিবদ্ধ হাত তোলার ছবি ছড়িয়ে পড়েছে।

আর সেই ঘটনার মাত্র দুই ঘন্টার মধ্যেই আলিবাবার মালিকানাধীন একটি জনপ্রিয় চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম টি-শার্ট বিক্রি করার উদ্যোগ নেয়। সেই টি শার্টের বুকে রয়েছে অল্পের জন্য বেঁচে যাওয়ার সময় ডোনাল্ড ট্রাম্পের মুখের ছবি।

এই টি-শার্ট দেখে বিস্মিত অনেকেই। কারণ, ট্রাম্পের ওপর হামলা ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই টি-শার্ট তৈরি করা হয়েছে। এটা কীভাবে সম্ভব হলো, তা নিয়ে চলছে আলোচনা।

এ বিষয়ে টি-শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিনওয়েই জানিয়েছেন, তারা ট্রাম্পের ওপর হামলার একটি ছবি ডাউনলোড করেন। এরপর ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি-শার্টের উপর ছবিটি ছাপানো সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ট্রাম্পের ওপর হামলার পরেই এই বিষয়ে টি-শার্ট চেয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রায় ২ হাজার জন আবেদন করেন। আমরা তাদের জন্য দ্রুতই টি-শার্টটি প্রস্তুত করি। তার পরই অনলাইনে ওই টি-শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দিলে হু হু করে বিক্রি হতে শুরু করে।

শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেয়ার সময় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। হামলায় সন্দেহভাজন হামলাকারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!