সোমবার, অক্টোবর ২, ২০২৩

ডেঙ্গু রোগের হটস্পট কক্সবাজার, এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা নজরদারি রয়েছে-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সিসিএন অনলাইন ডেস্ক-

গত বছরের তুলনায় এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গুর বিস্তার রোধে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি নিয়েও স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে।

মঙ্গলবার (৩০ মে) সন্ধ্যায় কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা গ্রামে বেসরকারি উদ্যোগে হোপ মেটারনিটি অ্যান্ড ফিস্টুলা হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের প্রতিষ্ঠান হোপ ফাউন্ডেশন ১০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত এই হাসপাতালটি স্থাপন করে।

জাহিদ মালেক বলেন, ডেঙ্গু রোগের হটস্পট কক্সবাজার। এর মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে আলাদা নজরদারি রয়েছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে যাতে বাহিরে ডেঙ্গু রোগ না ছড়ায় সে ব্যাপারে সজাগ রয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সাথে সারা দেশের স্বাস্থ্য বিভাগকে ডেঙ্গু রোগের বিস্তার রোধ নিয়ে জরুরি নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে, যাতে ডেঙ্গু রোগীদের সু-চিকিৎসা দিতে পারে।

মন্ত্রী বলেন, সরকার করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ ও চতুর্থ ডোজ দেয়া হচ্ছে। দেশের নব্বই ভাগ মানুষ করোনা ভ্যাকসিনের ডোজ নিয়েছে। গত কয়েক দিনে করোনার প্রকোপ একটু বাড়লেও সরকারের স্বাস্থ্য বিভাগ সজাগ রয়েছে। করোনা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। দেশের প্রতিটি উপজেলায় ৫০ বেডের হাসপাতাল এবং জেলা সদরে আড়াইশ বেডের হাসপাতাল স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষের আধুনিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এখন।
জাহিদ মালেক বলেন, দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার। সারা দেশে কমিউনিটি ক্লিনিক করে প্রধানমন্ত্রী জাতিসংঘে পুরস্কৃত হয়েছেন।

হোপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. ইফতেখার মাহমুদ মিনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ও এনজিও ব্যুরোর মহাপরিচালক মো. মনিরুজ্জামান।

সূত্র- সময় নিউজ

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর