শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে এসি বিস্ফোরণে দগ্ধ কক্সবাজারের একই পরিবারের ৪ জন

সিসিএন অনলাইন ডেস্কঃ

পরিবারটি কক্সবাজার থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিল।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ফ্ল্যাটে এসি বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন।

তারা কক্সবাজার থেকে চিকিৎসার জন্য ঢাকায় এসে ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বাড্ডা জোনের পুলিশের সহকারী কমিশনার রাজন কুমার সাহা জানান, বসুন্ধরা এ ব্লকের একটি বাসার নিচতলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটেছে সোমবার সন্ধ্যার পর।

দগ্ধদের প্রথমে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত ১১টার দিকে তাদের বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ চারজন হলেন- আব্দুল মান্নান (৬০), তার দুই মেয়ে রকসি আক্তার (২০) ও ফুতু আক্তার (১৮) এবং তার নাতি আয়ান; তাদের বাড়ি কক্সবাজারের মহেশখালী।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে শিশু আয়ান, তার শরীরের ৭০ শতাংশ অংশ পুড়ে গেছে। অন্যদের মধ্যে রুকসি এবং ফুতুর শরীরের ৫৫ শাতাংশ পুড়েছে এবং আব্দুল মান্নানের পুড়ে গেছে ৫০ শতাংশ।

সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার সাহা বলেন, “এসি থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঢাকায় এভারকেয়ার হাসপাতালে এই পরিবারের একজনের চিকিৎসা চলছে কিছুদিন ধরে। এজন্য তারা ঢাকায় এসে বাসা ভাড়া নিয়েছিল।”

আব্দুল মান্নানের আত্মীয় আহমেদ মোস্তফা বলেন, “ রুকসির ব্রেইন টিউমার হয়েছিল, গত ৬ তারিখ এভারকেয়ারে তার অপারেশন হয়। তারপর বাসায় আনা হয় তাকে। হাসপাতালের কাছে হওয়ায় বসুন্ধরার ওই বাসাটি তারা ভাড়া নিয়েছিলেন।

“ সন্ধ্যায় বিদুৎ চলে যায়। রুমে এসি চালানো ছিল। পরে আবার বিদুৎ আসা পর বিষ্ফোরণের ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ”

ওই ফ্ল্যাটে কীভাবে বিস্ফোরণ হল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!