শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩

ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের টিকিট বিক্রি বৃহস্পতিবার থেকে

সিসিএন অনলাইন ডেস্ক:

সফটওয়্যার জটিলতা ও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিক ট্রেনের আগাম টিকিট বিক্রি করা যাচ্ছে না আজ। আগামী বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে নতুন এই রুটে টিকিট বিক্রির কথা থাকলেও অনলাইনে পাওয়া যায়নি। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবার এই সার্ভিস চালুর ক্ষেত্রে কিছু কারিগরি জটিলতা রয়েছে। তবে দ্রুত সমাধান করে বৃহস্পতিবারের মধ্যেই টিকিট বিক্রি শুরুর আশা করছেন কর্মকর্তারা।

১ ডিসেম্বর থেকে কক্সবাজারে ছুটবে ট্রেন, টিকিট মিলবে মঙ্গলবার থেকে১ ডিসেম্বর থেকে কক্সবাজারে ছুটবে ট্রেন, টিকিট মিলবে মঙ্গলবার থেকে ১ ডিসেম্বর থেকে ট্রেন চলাচল শুরু হবে বলেও জানায় রেল কর্তৃপক্ষ।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। এ রুটে ঢাকা থেকে শোভন চেয়ারের টিকিট ৫০০ টাকা, এসি চেয়ার-স্নিগ্ধা ৯৬১ টাকা, প্রথম শ্রেণির চেয়ার ৬৭০ টাকা, প্রথম শ্রেণির বার্থ/সিট ১ হাজার ১৫০ টাকা ও এসি বার্থের টিকিট এক হাজার ৭২৫ টাকা নির্ধারণ করে রেল কর্তৃপক্ষ।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর