সিসিএন অনলাইন ডেস্ক:
তাসকিন আহমেদ আইপিএল ২০২৩ : তাসকিন আহমেদকে দলে ভেড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে কলকাতা নাইট রাইডার্স!
শ্রেয়াস আয়ারের ইঞ্জুরিতে ইতিমধ্যে দুশ্চিন্তার মধ্যে ছিল কলকাতা নাইট রাইডার্স। এবার কেকেআরের দুশ্চিন্তা দিগুণ বাড়িয়ে দিয়েছে লকি ফার্গুসনের ইঞ্জুরি। ইঞ্জুরির কারণে এবার আইপিএল থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার। এবার ফার্গুসনের ঘাটতি পূরণ করতে বাংলাদেশি তারকাকে দলে ভেড়াতে চলেছে কেকেআর।
জানা গেছে, আইপিএলের মাঝপথে হয়তো দলের সঙ্গে যোগ দিতে পারেন লকি। তবে এর আগে এই লকি ফার্গুসনের জায়গায় অন্য খেলোয়াড়কে নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। যার ধারাবাহিকতায় বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে নাকি প্রস্তাব পাঠিয়েছে দলটি। এমন তথ্যই দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো।
এ প্রসঙ্গে কেকেআরের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা না আসলেও একাধিক সংবাদমাধ্যমের দাবি, লকি ফার্গুসনের যোগ্য বিকল্প হিসেবে তাসকিন আহমেদকেই চাইছে শাহরুখ খানের দল। ইতিমধ্যে তাসকিন আহমেদকে দলে ভেড়ানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে চিঠিও পাঠিয়ে দিয়েছে কেকেআর।
এদিকে আইপিএলের নিলাম থেকে বাংলাদেশ থেকে ইতিমধ্যে সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে কলকাতা।