শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

তুমব্রু সীমান্ত থেকে ২য় দফায় ২৭৩ জন রোহিঙ্গাকে নেওয়া হয়েছে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে

কপিল উদ্দিন জয়, তুমব্রু সীমান্ত থেকে:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের সংঘাতের জেরে ২য় দফায় বাসযোগে ২৭৩ জন রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেয়া হয়েছে।

সোমবার সকাল ১০টা থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী উপস্থিত থেকে ২য় দফায় রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম শুরু হয় ।

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান জানান, সীমান্তে থাকা রোহিঙ্গাদের ২য় দফায় মোট ২৭৩ জন (৫৩) পরিবারকে কুতুপালংস্হ ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদেরকে নিবন্ধন যাচাই করে বিভিন্ন ক্যাম্পে পাঠানো হবে।

এখানে আগত যেসব রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া যাবে, তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে বলেও জানিয়েছেন মিজানুর রহমান।

দুই দফায় এই পর্যন্ত ৪৫৯ জনকে তুমব্রু সীমান্ত থেকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!