শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প: নিহতদের স্মরণে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

সিসিএন অনলাইন ডেস্ক:

মিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নাগরিকদের নিহতের ঘটনায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (৮ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়—‘৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।’

ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। তুরস্ক ও সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃতের সংখ্যা কমপক্ষে ১১ হাজার ১০৪-এ পৌঁছেছে বলে জানিয়েছে উভয় দেশের কর্তৃপক্ষ। বুধবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে নিহতের এই সংখ্যা তুলে ধরেছে।

তুরস্কের দুর্যোগ ও ব্যবস্থাপনা সংস্থার মতে, শুধু তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ৮ হাজার ৫৭৪ এবং আহত হয়েছেন প্রায় ৫০ হাজার। 

অন্যদিকে সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত এলাকা এবং বিদ্রোহী নিয়ন্ত্রিত উভয় অঞ্চলে অন্তত ২ হাজার ৫৩০ জন নিহত হয়েছে।

ত্রাণ সংস্থা এবং উদ্ধারকর্মীরা জানান, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং হিমায়িত আবহাওয়া উদ্ধার তৎপরতা ব্যাহত করছে।

গতকাল মঙ্গলবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের দশটি প্রদেশে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!