সিসিএন অনলাইন ডেস্ক:
বান্দরবানের রুমা ও থানচিতে কয়েক দফা হামলা, ব্যাংক ও অস্ত্র লুটের ঘটনার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু হয়েছে। থানচি থেকে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জীপগাড়িসহ তিনজনকে আটক করা হয়েছে।
এর আগে, রোববার ভোরে কুকি–চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কেএনএফ’র অন্যতম ওই নেতার নাম চেওসিম বম (৫৫)।
গ্রেপ্তার চেওসিম বম ‘কেএনএফ’ এর আদি সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (কেএনডিও)’ এর অন্যতম প্রতিষ্ঠাতা এবং ‘কেএনএফ’ প্রধান নাথান বমের ঘনিষ্ঠজন বলে দাবি করেছে র্যাব।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন জানান, ‘গ্রেপ্তার চেওসিম এর বাড়ি থেকে দুটি বন্দুক উদ্ধার করা হয়েছে।