সোমবার, অক্টোবর ২, ২০২৩

দশ মাস পর মাঠে গড়াচ্ছে ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ

সিসিএন অনলাইন ডেস্ক:

এশিয়া কাপে পাল্লেকেলেতে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তানের কারেন্ট ফর্ম দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে এই উত্তেজনায় পানি ঢালার জন্য প্রস্তুত ক্যান্ডির আবহাওয়া, ম্যাচ ডেতে আছে বৃষ্টির সম্ভাবনা।

এই তো কিছুদিন আগে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যাবার কথা সাফ জানিয়ে দিয়েছিলেন বিসিআই সেক্রেটারি জয় শাহ। সৌরভ গাঙ্গুলিও বলেছিলেন ভারত-পাকিস্তান ম্যাচে কোন উত্তেজনাই অবশিষ্ট নেই, কারণ পাকিস্তানকে এখন হেসেখেলেই হারায় ভারত।

কথার মোড়কে এমন অপমান ভালোভাবে নেননি পাক সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক। তারও পালটা জবাব। ভারত পাকিস্তানের সাথে খেলে না, কারণ ওরা জানে ওরা হারবে, শুধু যে সাম্প্রতিক সময় তাই নয়, ৯৭-৯৮ এর দিকেও নাকি পাকিস্তানের কাছে হারের ভয়ে খেলতে চাইতো না ভারত।

দুই দেশের এমন কথার লড়াই নতুন কিছু না। বরং এই উত্তেজনা ভারত-পাকিস্তানকে ম্যাচকে দিয়েছে হাইভোল্টেজ ব্যাটেলের লেবেল। আর সেই ব্যাটেলে দীর্ঘ দশমাস পর মুখোমুখি হতে যাচ্ছে দুই রাইভাল।

শিরোপার বিচারে এশিয়া কাপে সবচেয়ে সফল দল ভারত। কোহলিদের ৭টা ট্রফির বিপরীতে বাবরদের ক্যাবিনেটে ট্রফি ২টা।

হেড টু হেডে এই ব্যবধান অবশ্য কম। এশিয়া কাপে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে ১৩ ওয়ানডেতে। এর মধ্যে সাতবার জিতেছে ভারত আর পাকিস্তানের জয় পাঁচটাতে। অবশ্য শ্রীলঙ্কার মাটিতে যে তিনটা ম্যাচ খেলেছে দুই দল সেখানে ভারত-পাকিস্তান আছে সমতায়।

কারেন্ট প্লেয়ারদের মধ্যে এশিয়া কাপে সবচেয়ে বেশি রান রোহিত শর্মার। হবারই কথা, সেই ২০০৮ থেকে খেলছেন। ২২ ম্যাচে ৭৪৫ রান। সেঞ্চুরি ১টা ফিফটি ৬টা। বিপরীতে ২০১৮ এশিয়া কাপে পা রাখা বাবর আযম ঐ এক আসরেই ৩৫১ রান তুলে রীতিমত হইচই ফেলে দেন।

ওয়ানডে র‍্যাংকিংয়ে এক নম্বরে থেকেই এবার এশিয়া কাপে খেলতে নেমেছে পাকিস্তান। নেপালের বিপক্ষে বড় জয়ে শুরুও হয়েছে দুর্দান্ত। ওদের পেস ইউনিটে শাহীন আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফ প্রতিপক্ষের জন্য এক কথায় ত্রাস। আর ব্যাটিংয়ে বাবরের সাথে রিজওয়ান, ফখর জামান আর ইমাম উল হক গড়েছে সলিড টপ অর্ডার।

এদিকে কেএল রাহুলের অনুপস্থিতিতে ভারতের চিন্তা নাম্বার ফোর নিয়ে। এক্ষেত্রে ব্যাটিং অর্ডারেও মেক শিফট করতে পারে টিম ইন্ডিয়া। ইশান কিষানকে যদি ওপেনিং করতে নামানো হয় তাহলে তিন নম্বর পজিশনে ব্যাট করতে আসতে পারেন শুভমন গিল। সেক্ষেত্রে বিরাট কোহলি খেলবেন চার নম্বরে।

ঘড়ির কাটায় সময় কম, প্রস্তুতির পালা শেষ। এখন মাঠের খেলায়, ভারত-পাকিস্তান ম্যাচের উন্মাদনায় বুদ হবার পালা।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর