সোমবার, মার্চ ২৪, ২০২৫

দাওয়াতে এসে গাড়িচাপায় প্রাণ গেল স্ত্রীর, মৃত্যুর সাথে লড়ছে স্বামী

সাইদুল ফরহাদ:
কক্সবাজার পেকুয়া উপজেলা মগনামা এলাকায় ট্রাকচাপায় সুমায়া (২০) নামে এক নারী নিহত হয়েছেন।এসময় ফরহাদ নামক আরেক একজন মোটরসাইকেল আরোহী আহত হয়।

বুধবার (১৩মার্চ)রাত ১০টার দিকে পেকুয়া মগনামা বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কের সেতু কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নারী চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৯নং ওয়ার্ডের মৌলভীর পাড়া এলাকার বদিউল আলমের মেয়ে। আহত ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫নং ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের পুত্র। তারা সম্পর্কে স্বামী- স্ত্রী। নিহত স্বজনরা জানান তাদের বিয়ে পাকাপোক্ত হয়েছে তিনমাস আগে। ঈদের পরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো।

বিষয়টি নিশ্চিত করেন, পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি আলা উদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিলো। তিন মাস আগে দুজনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।

ওসি ইলিয়াস জানান,ইটবোঝাই ট্রাকের ধাক্কায় এক নারী নিহত হয়েছে। এসময় আরো একজন গুরুতর আহত হয়েছে। আহত যুবকের আবস্থা আশঙ্কা জনক।

হবু স্বামী ফরহাদ হোসাইন তার স্ত্রীকে নিয়ে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!