সোমবার, মার্চ ২৪, ২০২৫

দেশে মূল্যস্ফীতি আছে তবে আর্জেন্টিনা-পাকিস্তানের মতো নয়: কাদের

সিসিএন ডেস্ক:

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মূল্যস্ফীতির কারণে ঈদের আনন্দ ম্লান হয়েছে এমন চিত্র বাস্তব নয়। গতবছরের তুলনায় এ বছর প্রথম দিনই তিন লাখ বেশি পশু কোরবানি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে পাঁচ কোটি এবং বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি টাকা।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের এক সভায় কাদের দাবি করেন, আর্জেন্টিনার মত ৩০০% বা পাকিস্তানের মতো ২৫% মূল্যস্ফীতি নেই দেশে।

১০ শতাংশের মত মূল্যস্ফীতি আছে দেশে। এটুকু পরিস্থিতি থেকে উত্তরণের জন্যও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
সেন্টমার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের বিষয়ে বিরোধিতা করেছেন কাদের। এসময় তিনি সার্বভৌমত্বে আঘাত কোথায় তা চ্যালেঞ্জ দিয়ে জানতে চেয়েছেন।

আরও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ খবর

error: Content is protected !!