সিসিএন প্রতিবেদক:
কক্সবাজারের পুলিশ সুপার মাহাফুজুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো: আহসান হাবিব খান(অব:)।
১২জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ ও সুস্থভাবে সম্পন্ন হতে সহায়তা করার জন্য এই ধন্যবাদ জানানো হয়।
নির্বাচন কমিশনারের প্রেরিত চিঠিতে বলা হয় কক্সবাজার পৌরসভার নির্বাচন সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে পুলিশ সুপার ও পুলিশবাহিনীর সদস্যদের ভূমিকা ছিল অতুলনীয়। যেরূপ নিষ্ঠা,সততা ও পেশাদারিত্বের সাথে কক্সবাজার পুলিশবাহিনীর প্রতিটি সদস্য শান্তিপূর্ণ ও সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সহায়তা করে ভূমিকা রেখেছে তা নির্বাচন কমিশন কৃতজ্ঞচিত্রে সরণ করে যাবে।
সুন্দর এই নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশ সুপার ও পুলিশের অন্যান্য সদস্যদের বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
সেই সাথে পুলিশ সুপারের সমৃদ্ধি ও সুস্থতা কামানা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো:আহসান হাবিব খান(অব:)।