কফিল উদ্দিন (জয়),নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি এই প্রথম সরকারীভাবে পালিত হলো আড়ম্বরপূর্ণ ভাবে।
একই সাথে উপজেলার ৪৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনাও দেয়া হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেল ৩ টায় নাইক্ষংছড়ি হাজী এমএ কালাম সরকারী কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সরকারী বেসরকারী পর্যায়ের সকল শিক্ষক প্রায় ৩ শতাধিক উপস্থিত ছিলেন। সভায় উপজেলার ৪৮ জন অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনাও দেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। অধ্যক্ষ ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছি়লেন,সহকারী কমিশনার ( ভূমি) শামশুদ্দিন মো: রেজা,সাবেক উপজেলা চেয়ারম্যান মো: ইকবাল,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সমন্বয়ক ও পণেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ,উপজেলা শিক্ষা অফিসার ত্রিরতন চাহমা,নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বক্কর ছিদ্দিক,নাইক্ষ্যংঢ়ি প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাঙ্গির আলম কাজলসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রধান শিক্ষকগণ।
সভা সঞ্চালনা করেন অধ্যাপক নীলোৎপল বড়ুয়া ও সহকারী শিক্ষক আবদুল হালিম।
সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সব অনুষ্ঠান শুরুর আগে একটি র্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সভাস্থলে গিয়ে শেষ হয়। র্যালী উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা অংশ নেন।